14rh-year-thenewse
ঢাকা আজ বৃহস্পতিবার আগস্ট 21, 2025
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূল পর্যায়ে ভূমিহীন-গৃহহীন বাছাই

Link Copied!

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে শতভাগ পূনর্বাসনের লক্ষে তৃনমূল পর্যায়ে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করেছেন বরিশালের উজিরপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার ফারিহা তানজীন। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার
বামরাইল, ওটরা, জল্লা ইউনিয়নের যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় উজিরপুর
উপজেলার ভূমিহীন-গৃহহীন পূনর্বাসন করা হবে।

সেলক্ষ্যে উজিরপুরের ভূমিহীন- গৃহহীনদের তালিকাভুক্তের জন্য তৃনমূল পর্যায়ে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে ভূমিহীন-গৃহহীন যাচাই-বাছাই শুরু করা হয়েছে। ইতিমধ্যে একাধিক ইউনিয়নের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

বুধবার উজিরপুর পৌরসভা, হারতা, সাতলা ও শোলক ইউনিয়নে ভূমিহীন-গৃহহীন পরিবার যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে একটি স্বচ্ছ তালিকা প্রস্তুত করা হবে বলেও তিনি (ইউএনও) উল্লেখ করেন।

তিনি আরও জানান, শিকারপুর ইউনিয়নের ভূমিহীন-গৃহহীনদের জন্য ক্রয়কৃত জমিতে বালু ভরাট কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। সেখানে বালু ভরাট সম্পন্ন হওয়ার পর বসতঘর নির্মাণ শুরু করা হবে।

http://www.anandalokfoundation.com/