ভারতের পশ্চিম বঙ্গের সেকুলার এবং পথভ্রষ্ট হিন্দুরা ধর্মান্তরিত হবেন নাকি আফগানিস্তানের ন্যায় বিমানের চাকায় চড়ে দেশ ছাড়বেন নাকি পিতৃপুরুষের অতীত ঐতিহ্য জলাঞ্জলি দিয়ে একটি অমানবিক নিষ্ঠুর সমাজ ব্যবস্থাকে আপন করে রোজা রাখবেন না ঈদের নামাজে টুপি পরবেন না মাথায় হিজাব পরিধান করবেন সেটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। তবে সময় ঘনিয়ে আসছে। প:বঙ্গের সাথে এখন আর বাংলাদেশের কোন পার্থক্য নেই।
বাংলাদেশও জন্মলগ্ন থেকেই একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু সেখানে হিন্দুদের পূজা-পার্বনের কোন অনুষ্ঠানই পুলিশ পাহাড়া ছাড়া অনুষ্ঠিত হতে পারেনি। বাইরে থেকে মনে হয়েছে বাংলাদেশে হিন্দুরা কত সুখে আছে। এখন সেখানে পুলিশ পাহাড়া দিয়েও ধর্মস্থানগুলো রক্ষা করা যাচ্ছেনা।
ঠিক একই অবস্থা হয়েছে প:বঙ্গের। পার্থক্য শুধু বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র আর পঃবঙ্গ ভারতের একটি অঙ্গ রাজ্য।বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয় কিন্তু প:বঙ্গে হিন্দুদের মূর্তি ভাঙা পূজা করতে বাধা বা হুমকি প্রদর্শন করলে রাজ্য সরকার কোন ব্যবস্থা নেয়না। বাধ্য হয়ে নিরিহ হিন্দুরা হাইকোর্টের শরনাপন্ন হলে হাইকোর্ট সংবিধানের নিয়ম মেনে আদেশ দিলে পুলিশ পাহাড়ায় হিন্দুদের পূজা অনুষ্ঠিত হয়।
এবার কলকাতায় সরস্বতী পূজা উপলক্ষে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে তৃনমুল নেতা সাব্বির আলি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছে এই কলেজে সরস্বতী পূজা করতে দেয়া হবেনা। যদি কেউ করার চেষ্টা করে তাহলে তাদের ধর্ষন করা হবে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্লিপ্ত। পুলিশ প্রশাসন নিরব।অথচ এই কলেজে একসময় মমতা ব্যানার্জি পড়াশোনা করেছেন এবং ঢিল ছোড়া দূরত্বে কলেজের অবস্থান।
মমতা ব্যনার্জির এই নীরবতার পিছনের অংক খুব পরিস্কার।২০২৬ সালে পঃবঙ্গে বিধানসভা নির্বাচন। সুতরাং কোন অবস্থাতেই মুসলিমদের চটানো যাবেনা। এই ভোটের রাজনীতির ফলে পঃবঙ্গের অস্তিত্ব আজ বিপন্নের পথে।
এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় হিন্দুদের প্রতিটি পূজোর সময় পঃবঙ্গের মুসলিম অধ্যুষিত এলাকা গুলোতে নিরবিচ্ছিন্ন ভাবে এই ঘটনা ঘটে যাচ্ছে। প্রশাসন নিরব।
সুতরাং পঃবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে খুব একটা বেশি সময় নেবেনা।ক্ষেত্র প্রস্তুত শুধু সময়ের অপেক্ষা।