14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর চতুর্থ তলা ভবন থেকে পড়ে লিটন বেপারীর মৃত্যু

Biswajit Shil
December 15, 2019 9:07 am
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি ভবনের চতুর্থ তলা থেকে নিচে পড়ে লিটন বেপারী (৫২) নামের এক স্যানিটারি মিস্ত্রি মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে ঘটে এ দুর্ঘটনা।

লিটনের সহকর্মী সাইদুল ইসলাম জানান, মোহাম্মদপুরের পুলপারের বটতলা এলাকায় একটি ভবনের চার তলায় স্যানিটারি পাইপ ফিটিংয়ের কাজ করছিলেন লিটন।

এ সময় তিনি অসাবধানতাবশত পাশের ভবনের টিনের চালের ওপর পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লিটনের লাশ মর্গে রাখা হয়েছে। পুলপার বটতলা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

http://www.anandalokfoundation.com/