পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় কোষ্টগার্ড নলিয়ান পশ্চিম জোন অভিযান চালিয়ে আক্তার সরদার (৩৫) নামে গাঁজা বিক্রেতাকে আটক করেছে। সে আশাশুনি বেউলা গ্রামের আতিয়ার সরদারের ছেলে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
মামলার তদন্তকরী কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদে গড়ইখালী ইউনিয়নের শান্তা পল্টনের উপর গাঁজা ক্রায়বিক্র হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় আমি আমার উর্দ্ধোতন কর্তৃপক্ষকে জানিয়ে শান্তার পল্টনের উপর অভিযান চালাই। কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে আক্তার সরদার নামে একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোষ্টগার্ডের একটি দল তাকে আটক করে। আটকৃতর স্বীকারোক্তি মতে ডান হাতে থাকা বাজারের ব্যাগের ভিতর থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান গাঁজা সহ যুবকের নামে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১)সরনির ১৮(ক) ধারায় মামলা হয়েছে। শনিবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।