ইমদাদুল হক,পাইকগাছা,খুলনাঃ আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে খুলনার পাইকাছার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জনসহ ৬৯৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং হরিঢালী ইউনিয়নে চেয়ারম্যান ৫ জন,সংরক্ষিত ১২ জন,সাধারণ সদস্য পদে ৪৬ জন। ২নং কপিলমুনি ইউনিয়নে ৭জন,সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারন সদস্য পদে ৪৮ জন। ৩নং লতা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন,সংরক্ষিত সদস্য পদে ১৭ ও সাধারন সদস্য পদে ৪১জন। ৪নং দেলুটি ইউনিয়নে চেয়াম্যান পদে ৪, সংরক্ষিত সদস্য পদে ১৩ ও সাধারন সদস্য পদে ৩৯ জন।৫নং সোলাদনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন,সংরক্ষিত পদে ১০ সাধারন সদস্য পদে ৪৩জন।৬ নং লস্কর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন,সংরক্ষিত ১৪ ও সাধারণ সদস্য পদে ৪৮ জন। ৭নং গদাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত ১৭ ও সাধারণ সদস্য পদে ৪৯ জন। ৮ নং রাড়ুলি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩,সংরক্ষিত ২০ ও সাধারণ ৪৭ জন। ৯নং চাঁদখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬,সংরক্ষিত ১৯ ও সাধারণ সদস্য পদে ৭১ জন। ১০নং গড়ইখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬,সংরক্ষিত সদস্য পদে ১৪, সাধারণ সদস্য পদে ৬০ জন। বুধবার বিকাল ৫ টা পর্যন্ত সকল ইউনিয়নের প্রার্থীরা দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসারে কাছে এ মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।