14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল

Biswajit Shil
November 8, 2019 4:57 am
Link Copied!

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি নিজের শক্তি বেশ কয়েক গুণ বাড়িয়ে নিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আকার নিল। প্রচণ্ড শক্তি নিয়ে আগামীকাল শনিবার রাতে অথবা রোববার সকালে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে বুলবুল।  গত বুধবার রাতে এটা গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুল পূর্ব-মধ্য-বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি চট্টগ্রাম বন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করলেও মংলা থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দফতর।

কক্সবাজার থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রবর্তী অংশের প্রভাবে বাংলাদেশে তিন সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে।

কানাডা থেকে আবহাওয়া গবেষক মোস্তফা কামাল গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত খুলনা, সাতক্ষীরা এবং পটুয়াখালী এলাকায় আঘাত হানতে পারে।

কৃষি আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ‘শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে মাঝারি ধরনের ভারী (প্রতিদিন ২৩ থেকে ৪৩ মিলিমিটার) থেকে ভারী (প্রতিদিন ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুই-এক স্থানে হালকা (প্রতিদিন ৪ থেকে ১০ মিলিমিটার) থেকে মাঝারি (প্রতিদিন ১১ থেকে ২২ মিলিমিটার) ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’ প্রচণ্ড শক্তি নিয়ে অগ্রসর হলেও শেষ পর্যন্ত উপকূলে ওঠার আগেই বুলবুল দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের অনুমান, এ রাজ্যের সুন্দরবনের উপর দিয়ে, বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ওই ঘূর্ণিঝড়টির।বঙ্গোপসাগরের তৈরি হওয়া ওই ঘূর্ণিঝড়টি এ দিন বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭১০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।

পশ্চিবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১২ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের আরও কাছে আসবে ‘বুলবুল’। শনিবার সকালে এ রাজ্য এবং বাংলাদেশের উপকূলে তা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ এখনও পর্যন্ত বাংলাদেশের দিকেই ঝুঁকে রয়েছে। তবে, তার আঁচ কিছুটা হলেও এ রাজ্যের সুন্দরবনের উপর পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। ফলে, সুন্দরবনে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “এ রাজ্যে সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড়টি যাওয়ার আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত কোন দিকে ঘূর্ণিঝড়টি যেতে পারে সে দিকে নজর রেখেছি। উপকূলে আছড়ে পড়লে ঘূর্ণিঝড়ের গতি অনেকটাই কমবে।”ঘূর্ণিঝড়ের জেরে শনিবার ও রবিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলক ভাবে কলকাতাতে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

শুক্রবার থেকেই সমুদ্রোপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ আরও বাড়বে। সঙ্গে শুরু হবে বৃষ্টিও। এর প্রভাব পড়বে উত্তর ওড়িশার উপকূলেও। তাই, ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। এ রাজ্যের দিঘা, মন্দারমণি, শঙ্করপুর এবং বকখালিতে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। শুক্রবার থেকেই আকাশ মেঘলা থাকবে। ওই দিন রাত থেকেই কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই আগে থেকেই প্রশাসনকে সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/