14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ই-মোবাইল কোর্টে দুই হোটেলে জরিমানা

admin
June 27, 2016 12:38 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে ও নিম্নমানের খাবার পরিবেশন করার দায়ে  দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছেন অনলাইন ভিত্তিক ভ্রাম্যমাণ আদালত (ই-মোবাইল কোর্ট)।
২৬জুন (রোববার) বিকেলে দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

ই-মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট মোঃ সানোয়ার হোসেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, নিরিবিলি হোটেলের মালিক আশরাফুল আলম ও শান্তি হোটেলের মালিক আমির হোসেন।

জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী ছাড়াও অনলাইন ভিত্তিক এই ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন পঞ্চগড় পৌরসভার সেনেটারি ইন্সেপেক্টর
হুমায়ুন কবীর ও সদর থানার এসআই আব্দুল জব্বার।

ই-মোবাইল কোর্ট এর বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেন বলেন, পঞ্চগড়ে বর্তমানে অনলাইন ভিত্তিক ভ্রাম্যমাণ আদালত (ই-মোবাইল কোর্ট) পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ দণ্ডবিধির ২৭৩ ধারায় দুই হোটেল ব্যবসায়ীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/