14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে দাঙ্গার উস্কানির অপরাধে ৪ মাস ও জুয়া খেলার দায়ে স্বামী-স্ত্রীর দন্ড

Rai Kishori
February 25, 2019 10:36 pm
Link Copied!

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রাম থেকে দাঙ্গার উস্কানি দেয়ার অপরাধে সিরাজ উদ্দিন নামের এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এ ছাড়া একই দিনে নিজের ঘরে জুয়া খেলার আসর বসিয়ে খেলা পরিচালনা করার অপরাধে উপজেলার পাঞ্জারাই গ্রামের হত্যা মামলার আসামী আরফান উল্লাকে ৭ দিনের কারাদন্ড ও তার স্ত্রীকে ১ শত টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে এ আদেশ দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট তৌহিদ-বিন-হাসান। এর আগে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই শামছুল ইসলাম পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

সুত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের মৃত ইদরত উল্লার পুত্র ২০০৬ সালের আলোচিত সিরাজুল হত্যাকান্ডের মামলার প্রধান আসামী জামিনে থাকা আরফান উল্লা (৩৫) তার নিজ বাড়িতে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা পরিচালনা করে আসছিল। তার ঘরে বিভিন্ন জুয়াড়িরা খেলায় অংশ নিত।

গত রোববার রাতে এস আই শামছুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে এক ওয়ারেন্টভূক্ত আসামী ধরতে গেলে দেখতে পায় আরফানের ঘরে জুয়ার আসরে জুয়া খেলছেন জুড়ারিরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘর ত্যাগ করে জুয়াড়িরা। পরে আরফান উল্লা ও তার স্ত্রী শেলি বেগমকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন সকালে পৌর এলাকার গন্ধা গ্রামে অভিযান চালিয়ে আঃ রহমানের পুত্র সিরাজ উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান এর কার্য্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালত পরিচলনা করে তাদের উপরোক্ত দন্ডাদেশ প্রদান করেন।

http://www.anandalokfoundation.com/