13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩১ তম জন্ম উৎসবের পুর্নমিলনী অনুষ্টিত

Rai Kishori
March 23, 2019 9:53 pm
Link Copied!

উত্তম কুৃমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা সৎঙ্গের উদ্যাগে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩১ তম জন্ম উৎসবের পুর্নমিলনী অনুষ্টান বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে গত শুক্রবার রাতে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,গ্রন্থাদি পাঠ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্টান ও আনন্দ বাজারে প্রসাদ বিতরন।

উৎসব উদযাপন কমিটির সভাপতি বিধু ভুষন গোপের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা রামকৃষ্ণ সংঘের সাবেক সভাপতি অশোক তরু দাস, বর্তমান সাধারন সম্পাদক জগদীশ দাশ,অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু,ইউপি সচিব প্রীতেশ চৌধুরী,রাসেন্দ্র দাস,প্রধান শিক্ষক প্রজেশ রায়।

এ সময় নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল,রাখাল চন্দ্র দাশ, ডাঃ মিহির লাল সরকার, তাপস বনিক,মৃম্ময় কান্তি দাশ বিজন,কালীপদ ভট্টাচার্য্য,কাজল আচার্য্য,রশময় শীল, শিক্ষক নিখিল সুত্রধর, শিক্ষক সুব্রত দাশ, শিক্ষক হরিপদ দাশ, নরেশ দাশ, রতিশ দাশ,দিপক পাল,শংকর গোপ,নয়ন লাল সরকার, নিতেশ দাশ, সজল দেব,সুশান্ত শীল, প্রদীপ দাশ,বিশ্বজিত চন্দ, দিপন দাশ,বিশ্বজিত গোপ, মঞ্জু দাশ, সেলাই দাশ, নয়ন দাশ,নয়নমনি সরকার, আপন বনিক,নিরজ দাশ, বৌদ্ধ গোপ,জয়হরি দেব,হৃদয় শীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্টানে সংগীত পরিবেশন করেন,মিহির লাল সরকার,নরেশ দাশ,ফুলন দাশ,বিভা রানী দাশ,নারায়ন সরকার,নমিতা রায় প্রমূখ। সবশেষে প্রচুর ভক্তবৃন্দের মাঝে আনন্দবাজারে প্রসাদ বিতরন করা হয়।

http://www.anandalokfoundation.com/