আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ব্যাপক প্রচারণায় নেমেছেন সাবেক এমপি ও ফরিদপুর জেলা শ্রমিকলীগের সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।
আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সরদারের পক্ষে বুধবার বিকাল থেকে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন তিনি।
প্রচারণা কালে সাবেক এমপি জুয়েল চৌধুরী বলেন, উন্নয়নের মার্কা নৌকা মার্কা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান সরদারকে নৌকা মার্কায় ভোট দিন। নৌকায় ভোট দিলে উপজেলার উন্নয়ন হবে। তাই নৌকা মার্কায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি।