14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ইফতার ও দোয়া মাহফিল

Link Copied!

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রায় ১৫ হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ২২ মার্চ বিকেল ৪ টায় সরকারি এম এম ডিগ্রি কলেজ মাঠে ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকারের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি নওগাঁ-২ (ধামইরহাট পতœীতলা) আসনের সাবেক এম.পি সামসুজ্জোহা খান।

এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা জাসাস সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা বিএনপি নেতা মো. হানজালা, স্বাগত বক্তা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, অপর সঞ্চালক উপজেলা বিএনপি নেতা শামীম কবির মিল্টনসহ ৮টি ইউনিয়ন ও পৌরসভা, পতœীতলা ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/