14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেখে নিন আজকের রাশিফল

admin
May 8, 2021 6:48 am
Link Copied!

রাশিফল মানুষের জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন সকালে উঠে নিজের আজকের রাশিফল দেখে নিলে, সারাদিন সেই ভাবেই কাটাতে পারবেন গোটা দিন। কোন বাধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন। সুন্দর হবে আপনার জীবন।

মেষঃ ফাঁকা সময়ে কিছুটা বই পড়লে ভালো লাগবে। মজা করার উদ্দেশ্য নিয়ে বেরোলে ভালো দিন কাটবে। আজকের দিনে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে পারেন। বাসস্থানে বিনিয়োগ আজকের দিনে লাভজনক নয়।

বৃষভঃ নিজের শখ পূরণের জন্য এবং পরিবারের সকলের জন্য কিছুটা সময় বাঁচিয়ে রাখুন। বাচ্চাদের উপর বিশেষ যত্ন নিন। নিজের কাজের ভুলের জন্য পরিবারের কারো থেকে বকা খেতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যের খাতিরে বেশকিছুটা অর্থ ব্যয় করতে হবে।

মিথুনঃ বিদেশের আত্মীয়র থেকে উপহার পেতে পারেন আজকে। মন থেকে হতাশা দূর করুন। কিছুটা ফাঁকা সময় পেয়ে জিমে যেতে পারেন। বাড়িতে হঠাৎ অতিথির আগমন হওয়ায় জমিয়ে রাখা অর্থ ব্যয় হবে।

কর্কটঃ আজকের দিনে সবকিছুই আপনার ইচ্ছেমত হবে। ধর্মের কাজে অর্থ ব্যয় করলে মানসিক শান্তি বজায় থাকবে। মানুষের সঙ্গে কথা বলার সময় নিজের ধৈর্য সামলান। আপনার মিষ্টি হাসি দিয়ে কছের মানুষদের সমস্যার সমাধান করুন।

সিংহঃ অবসর সময়ে খেলা খেলতে যাওয়ার সময় সাবধানে থাকবেন। আজকের দিনে কিছুটা আরাম করতে পারবেন। কাছের মানুষ আপনাকে ছোট দেখাতে পারে। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা আর্থিক দিক থেকে সক্ষম থাকায় জরুরী জিনিস কিনতে পারবেন।

কন্যাঃ ধর্মের কাজে অর্থ সময় করলে মানসিক শান্তি বজায় থাকবে। মাথা গরম হওয়ার ফলে ঝামেলায় জড়াতে পারেন। আজকের দিনে ভালোবাসার মানুষের থেকে অনেকটা সমর্থন পাবেন। বাড়ির কাজ শেষে শারীরিক ক্লান্তি বাড়বে।

তুলাঃ পরিবারের সকলের চাহিদা মেটাতে গিয়ে নিজেকে সময় দিতে ভুলে যাবেন। বেশি দুশ্চিন্তা করলে মানসিক শান্তি নষ্ট হবে। সকলের থেকে দূরে গিয়ে নিজের জন্য কিছুটা সময় বের করুন। আর্থিক খাতে বিনিয়োগের ফলে লাভবান হবেন।

বৃশ্চিকঃ ফাঁকা সময়ে ভেবে রাখা কাজ করতে গিয়েও অসমর্থ হবেন। শারীরিক সমস্যা সমস্যার কারণ হতে পারে। ছাত্রছাত্রীরা যে বিষয়ে দুর্বল, তাঁরা তাঁদের শিক্ষকদের থেকে সেই বিষয়ে পরামর্শ নিন। দূরে থাকা আত্মীয়রা আজকের দিনে আপনার খোঁজ নিতে পারে।

ধনুঃ মদ্যপান, ধূমপান থেকে দূরে থাকুন কিছুদিন। অর্থ উপার্জনের জন্য ভালো দিন আজকে। এই রাশির ব্যক্তিদের ভালোবাসার মানুষের সঙ্গে সেরা সময় কাটবে। মজা করার উদ্দেশ্য নিয়ে বেরোলে ভালো দিন কাটবে।

মকরঃ ফাঁকা সময়টা স্যন্দর করে সাজিয়ে তুলুন। মানসিক শান্তি ফেরাতে পরিবারের সকলের সাহায্য নিন। শরীরের দিকে খেয়াল দিন, চিকিৎসকদের পরামর্শ নিন। এই রাশির বিবাহিত ব্যক্তিরা শ্বশুরবাড়ির থেকে আর্থিক সাহায্য পেতে পারেন।

কুম্ভঃ অন্যদের সম্মান করলেই, নিজে সম্মান পাবেন। শরীরের দিকে খেয়াল দেওয়ার সময় পাবেন আজকে। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। এই রাশির ব্যক্তিরা তাঁদের কাছের মানুষদের থেকে অনেকটা ভালোবাসা পাবেন।

মীনঃ নিজের মানুষের সময় দিতে না পারলে মানসিক অশান্তিতে ভুগবেন। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। অন্যদের কথামত বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

http://www.anandalokfoundation.com/