14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দিনে-দুপুরে ফুটপাতে বৃদ্ধাকে ধর্ষণ, দাড়িয়ে ভিডিও ধারণ পথচারীদের

admin
October 24, 2017 6:10 pm
Link Copied!

প্রতিবেশী ডেস্কঃ তৃষ্ণায় গলা শুকিয়ে গিয়েছে। খিদে সহ্য করতে করতে শুকিয়ে গিয়েছে খাদ্যনালী। রুগ্ন, অসুস্থ, জীর্ণ শরীরে গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন এক বৃদ্ধা নারী। প্রকাশ্যে তাঁকেই ‘ধর্ষণ’ করল এক মদ্যপ যুবক। আর তা দাড়িয়ে দাড়িয়ে উপভোগ করলেন পথচারীরা।

ভিডিও উঠল সেই দৃশ্যের অথচ নির্যাতিতাকে সাহায্য করতেও এগিয়ে এলেন না কেউ। যন্ত্রণায় ছটফট করলেও, ওই বৃদ্ধা এতটাই দুর্বল যে চিত্কারটুকু করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন তিনি।

ভারতের বিশাখাপত্তনমের এই ঘটনায় এখন সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। খবর জি নিউজের।

বিশাখাপত্তনামের তাদিচেতলাপালেমের নিউ রেলওয়ে কলোনি এলাকার ব্যস্ততম রাস্তা। অত্যন্ত ঘিঞ্জি এলাকা এটি। সেখানেই রাস্তার ধারে রবিবার দুপুর আড়াইটে নাগাদ ঘটে এমন মর্মান্তিক ঘটনা। সেদিন গাছের নীচে শুয়েছিলেন ওই মহিলা।

অভিযোগ, এক মদ্যপ যুবক তাঁকে ধর্ষণ করে। অনেকেই সেই দৃশ্যে দেখেছিলেন। কিন্তু প্রতিবাদ করেননি। দীর্ঘক্ষণ পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে। মহিলার বয়ান অনুযায়ী অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, গাঞ্জি শেবক নামে ওই যুবক গাড়ি পরিষ্কার করে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরব হন।