14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তালমা নাজিমুউদ্দিন বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা

admin
May 12, 2018 5:32 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার তালমা বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেএসসি পরীক্ষায় ভাল ফল প্রাপ্তদের মধ্যে ৪৬ জনকে এই বৃত্তি প্রদান করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য. শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. মো. জামাল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ। শিক্ষার্থীদের সংবর্ধণা

বিশেষ অতিথি হিসাবে ছিলেন, নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরদার মোস্তফা শাহীন। অনুষ্ঠানের শুভ উদ্বোধণ করেন জেলা পরিষদের সদস্য মো. কামাল হোসেন মিয়া। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কাশেম, ইকবাল হোসেন, নাজমিম আক্তার প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া শেষে ক্রেষ্ট তুলে দেওয়া হয় ।

http://www.anandalokfoundation.com/