14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি

পিআইডি
May 21, 2025 8:49 pm
Link Copied!

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত ৫ মে, ২০২৫ তারিখ প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারুণ্যের উৎসব বিষয়ক একটি আন্তঃমন্ত্রণালয় সভায় জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ এ ছয় মাসকে উৎসবের জন্য বিবেচনায় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সংগতি রেখে সকল প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ পালন করবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং শিশু কল্যাণ ট্রাস্ট ১-১৫ জুলাই ২০২৫ সকল প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিভিত্তিক শিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীর অংশগ্রহণে নিজ উদ্যোগে প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে ১০টি ঔষধি, ফলজ গাছের চারা রোপণ এবং ইতোপূর্বে রোপণকৃত গাছের পরিচর্যা করবে। তারুণ্যের উৎসবের থিম বিবেচনায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ৫-৭ জুলাই ২০২৫ নেপ-এ বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী, অনুষদের সদস্য এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয়ে বিভিন্ন সেমিনার/ওয়ার্কশপের আয়োজন করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং শিশু কল্যাণ ট্রাস্ট জুলাই-ডিসেম্বর ২০২৫ ‘আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল’ শিরোনামে শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম গ্রহণ করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জুলাই-ডিসেম্বর ২০২৫ তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় পর্যায়ের নির্ধারিত লোগো ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ ম্লোগান সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রদর্শন করবে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) তারুণ্যের উৎসবের জন্য জুলাই-ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিমাসের ১৫ থেকে ১৮ তারিখ দেয়ালিকা প্রকাশ করবে।

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট তারুণ্যের উৎসবের থিম বিবেচনায় জুলাই-ডিসেম্বর ২০২৫ বিভাগীয় পর্যায়ে গ্লোবাল সিটিজেন সংক্রান্ত সেমিনার/প্রশিক্ষণ, জেলা পর্যায়ে মানসম্মত শিক্ষা সংক্রান্ত সেমিনার/প্রশিক্ষণ এবং উপজেলা পর্যায়ে মানসম্মত শিক্ষা সংক্রান্ত লিফলেট বিতরণ ও সচেতনতা সৃষ্টি সংক্রান্ত প্রশিক্ষণ এর আয়োজন করবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৩-১৪ আগস্ট তারুণ্যের উৎসব উপলক্ষে সকল প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিশু কল্যাণ ট্রাস্ট সেপ্টেম্বর ২০২৫-এ প্রতিটি বিদ্যালয়ে খুদে ডাক্তার, কাব শিশু ও আগ্রহী শিক্ষার্থী দ্বারা নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকগণ স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহায়তায় দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পেইন এর আয়োজন করবে।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ও তারুণ্যের উৎসব ২০২৫ আয়োজন করবে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)  অক্টোবর ২০২৫-এ তারুণ্যের উৎসবের থিম বিবেচনায় উপজেলা পর্যায়ে সামাজিক উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করবে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ১৫-২২ নভেম্বর ২০২৫ কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়) এর উদ্বোধন এবং সকল বিভাগীয় শহরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করবে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)  ডিসেম্বর ২০২৫-এ তারুণ্যের উৎসবের থিম বিবেচনায় প্রাথমিক শিক্ষা বার্তায় লেখা প্রকাশ করবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং শিশু কল্যাণ ট্রাস্ট ডিসেম্বর ২০২৫-এ দেশব্যাপী প্রতিটি বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বাছাইকৃত ছাত্র-ছাত্রীর সমন্বয়ে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারণকৃত সামাজিক সচেতনতামূলক বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে। তারুণ্যের উৎসব উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১০-১৫ ডিসেম্বর ২০২৫-এ সকল প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং শিশু কল্যাণ ট্রাস্ট ২৭-২৮ ডিসেম্বর ২০২৫ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলার আয়োজন করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২৯ ডিসেম্বর ২০২৫ প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করবে।

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে উপদেষ্টা, সচিবকে সভাপতি এবং অতিরিক্ত সচিব প্রশাসনকে সদস্য সচিব করে মন্ত্রণালয়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহ নিজ নিজ উদ্যোগে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করবে।

http://www.anandalokfoundation.com/