উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোলপ্লাজার নিকটে বাস এবং ট্রাকের মূখোমূখি সংঘর্ষে ১ জন নিহত এবং আহত হয়েছে প্রায় ৩০/৩৫ জন।
স্থানীয় সূত্রে জানাযায় গত বুধবার রাত সাড়ে ১০ টার সময় সিলেট হযরত শাহ জালাল (রঃ) মাজার জিয়ারত এবং ওরস শেষে বাসযোগে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলট মহাসড়কের নবীগঞ্জের রুস্তমপুর টুল প্লাজার নিকটে আসলে তাদের বহনকারী ঢাকাগামী বাস ঢাকা মেট্রো (ব ১১-৮৮৫৫) সিলেটগামী ট্রাকের সাথে মূখোমূখি সংঘর্ষ বাধে। এতে ১ জন নিহত এবং অন্তত ৩০/৩৫ জন আহত হয়েছেন। এরপর স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে রাখে এ সময় ঘন্টাখানেক যানচলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ –ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরপর স্থানীয় জনতা এবং পুলিশ নুর জাহান (৬৫) নামে এক বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার করে এবং আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আউশকান্দি অরবিট হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতদের পারিবারিক সুত্রে জানাযায়, আহত সবাই ঢাকা মিরপুর এলাকার বাসিন্দা। ১ দিন আগে ঢাকা থেকে বাস যোগে সিলেট হযরত শাহ জালাল (রঃ) মাজার জিয়ারত করতে আসেন। জিয়ারত শেষে ফেরার পথে এমন দূর্ঘটনা ঘটে। অন্যান্য আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।