14rh-year-thenewse
ঢাকা

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে তিনমাসে মহাসড়কে ২৭ দূর্ঘটনায় নিহত-৮, আহত-৫৪

Link Copied!

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় গত তিন মাসে ২৭টি দূর্ঘটনা ঘটেছে। এতে ৮ জনের প্রানহানি সহ ৫৪ জন আহত হয়েছে। যে কারনে অপ্রশস্ত এ মহাসড়কটি বর্তমানে মৃত্যুকূপে পরিণত হয়েছে। আহতদের মধ্যে কেউ কেউ পঙ্গুত্ব বরন করেছেন। ২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত মহাসড়কের গৌরনদীতে এ দূর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন দূর্ঘটনার এ তথ্যে নিশ্চিত করেছেন।

অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে চারলেনের কাজ অতিদ্রæত বাস্তবায়নের দাবীতে ইতিমধ্যে যুবদল নেতা তরিকুল ইসলাম কাফি’র উদ্যোগে সড়ক দূর্ঘটনায় নিহত-আহতদের স্বজন ও দুই উপজেলার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের নিয়ে মানববন্ধন করেছে।

ব্যস্ততম এ মহাসড়কটিতে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেলেও সে তুলনায় সড়ক প্রশস্ত করা হয়নি। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দূর্ঘটনা ঘটছে। এতে কেউবা নিহত আবার অনেকেই আহত হয়ে আজীবন পঙ্গুত্ববরন করে অসহায়ত্ব জীবন পার করছেন।

মহাসড়কের গৌরনদী এলাকা একটি সড়ক দূর্ঘটনা প্রবন এলাকা হয়ে উঠছে। সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা উপজেলা হাসপাতালে না থাকায় অনেক সময় বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই দূর্ঘটনায় জখম ব্যক্তি মারা যান। এজন্য মহাসড়ককে অতিদ্রæত চারলেনে রুপান্তরসহ উপজেলা হাসপাতালে দূর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা ব্যবস্থা চালুর দাবী জানাচ্ছন স্থানীয়রা।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানিয়েছেন, অপ্রশস্ত সড়কে চালকদের বিবেকহীন প্রতিযোগিতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, বিধি লঙ্ঘন করে ওভারটেকিং, যত্রতত্র ভাবে মহাসড়কে গাড়ি পার্কিং ও সড়ক অপ্রশস্ত সহ বিভিন্ন কারনে এ মহাসড়কে দূর্ঘটনাগুলো ঘটছে। সড়ক দূর্ঘটনা প্রতিরোধে আমাদের প্রস্তাবনাগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ঈদ যাত্রা নিরাপদ করতে মহাসড়কে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।#

http://www.anandalokfoundation.com/