আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কুমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার ।
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অবৈধ মেশিন ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার জানান, বড়খারদিয়া কুমার নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে।
তবে ঘটনাস্থলে কাউকে গ্রেফতার করা সম্ভব না হওয়ায় কাউকে দন্ড প্রদান করা যায়নি। পাশাপাশি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য সকলকে সতর্ক করা হইলো।