14rh-year-thenewse
ঢাকা

ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৩

ডেস্ক
March 3, 2025 10:41 am
Link Copied!

রাজশাহীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুন্দরী রানি ণামে দুই নারীসহ প্রাণ হারিয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাজশাহীর উপজেলায় গোদাগাড়ীর রাজাবাড়ি বাজার চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের সবার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, গোদাগাড়ী মহিষালবাড়ি থেকে এক অ্যাম্বুলেন্স রাজশাহী যাচ্ছিল। আর রাজশাহীর দিক থেকে এক ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় রাজাবাড়িতে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও অ্যাম্বুলেন্সে থাকা দুই নারী নিহত হয়েছেন।

ওসি বলেন, নিহতের বয়স ৬৫ বছর। বাকিদের নাম পরিচয় বিস্তারিত জানার চেষ্টা চলছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

http://www.anandalokfoundation.com/