14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ মহেশপুর সীমান্ত থেকে আরো ৬ জনকে আটক করেছে বিজিবি

Biswajit Shil
December 15, 2019 2:25 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর আরো ৬ জনকে আটক করেছে বিজিবি। রোববার সকালে উপজেলার সস্তা বাজার থেকে তাদের আটক করা হয়।

বিজিবি খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে কয়েকজন নারী পুরুষ প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়। এসময় সস্তা বাজার থেকে ৩ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশুকে আটক করা হয়। বিজিবি’র জিজ্ঞাসাবাদে তারা দাবি করে তারা কাজের সন্ধানে অবৈধ ভাবে ভারত গিয়েছিল। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ নিয়ে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের পর নভেম্বর মাসে ২’শ ৬০ জন ও ডিসেম্বর মাসের এ পর্যন্ত ৬১ জনকে আটক করলো বিজিবি।

http://www.anandalokfoundation.com/