14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত

Biswajit Shil
December 14, 2019 10:10 pm
Link Copied!

আরিফ মোল্লা, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত। আজ বিকাল ৫ টার দিকে উপজেলার নস্তি বাজারে এ সড়ক দুর্ঘনা ঘটেছে। নিহতরা হলো শিবানন্দপুর গ্রামের মহিদুল ইসলাম ও তার ছেলে আশিকুর রহমান।

ঝিনাইদহের মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, নিহতরা মোটরসাইকেল যোগে মহেশপুর বাজার থেকে গ্রামের বাড়ি শিবানন্দপুর যাচ্ছিল। পথিমধ্যে নস্তিবাজারে পৌছালে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পুত্র আশিকুর রহমানকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। আহত পিতা মহিদুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। যশোর নেওয়ার পথে আহত মহিদুল ইসলামের মৃত্যু হয়। নিহতদের লাশ মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এদিকে সকালে কালীগঞ্জ উপজেলার কাশিপুর নামকস্থানে ট্রাকের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত হয়।

http://www.anandalokfoundation.com/