14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

Brinda Chowdhury
February 5, 2020 5:47 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ লাইব্রেরীর ইনচার্জ আলমগীর হোসেন, ঝিনাইদহ সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান মনজুর আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা, আলোকিত মানুষ গড়তে সকলকে বই পড়তে উৎসাহিত করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে ভ্রাম্যমাণ লাইব্রেরীর শ্রেষ্ঠ পাঠক ও বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

http://www.anandalokfoundation.com/