স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে খাদ্য অধিকার আইনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) নামের একটি সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ কৃষক নেতারা অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, উন্নয়ন ধারার কৃষ্ণদাস সাহা, রাজু আহম্মেদ, রুবেল আলী, কৃষক নেতা খুরশিদ আলম রুবায়েত, নুরুল ইসলাম, সোনিয়া আহমেদসহ বিভিন্ন কৃষক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, খাদ্য অধিকার আইন বাস্তবায়ন, সকল মানুষের জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বাস্তবায়ন ও কৃষিপণ্যের লাভজনক মুল্য নিশ্চিত করতে জাতীয় মুল্য কমিশন গঠনসহ ১২ দফা সুপারিশ পেশ করেন।