এম,এ,জলিল বিশেষ প্রতিনিধিঃ ঝিকরগাছার খাটবাড়িয়ায় ইরিধানের জমির ফসল ক্ষতি করে খাল খননের অভিযোগ পাওয়া গেছে।
ফলে অর্ধশতাধিক বিঘা ইরি ধান নষ্ট হয়ে গেছে। ক্ষতি গ্রস্ত চাষিরা হতাশা গ্রস্ত হয়ে পড়েছে। জানা গেছে, ঝিকরগাছার খাটবাড়িয়া গ্রামের ইমান মোড়লেরর ছেলে আরমান, রজবালি দফাদারের ছেলে গফ্ফর দফাদার, কাসেম আলীর ছেলে বাসার, জামস মোড়লের ছেলে শহিদুল ইসলাম, মতিয়ার রহমানের ছেলে মিলন মাস্টার, আমের আলী দফাদারের ছেলে আনোয়ার হোসেন ও ইসমাইল মোড়লের ছেলে হাসেম আলী বাপ দাদার পৈতিক সম্পতি হিসাবে দীর্ঘদিন ধরে ফসল করে আসছে।
প্রতি বছরের ন্যায় এবছরও তারা উক্ত জমিগুলোতে ইরি ধান রোপন করে পানি সার দিয়ে চরা গাছ গুলো বড় করে তুলছিল। সম্প্রতি একটি মহল উক্ত জমি গুলোর রোপন করা ধান নষ্ট করে খাল খনন করেছে।
এতে প্রায় অর্ধশতাধিক ধানি জমির ধান নষ্ট হয়েছে।ক্ষতিগ্রস্ত হয়েছে রোদে পুড়ে ফসল তৈরি করা সাধারন কৃষকরা। তাদের ধানি জমি সহ ধান নষ্ট হওয়ায় আগামি দিনগুলোতে কি ভাবে অভাবের সংসার চলবে এই চিন্তাই দিশেহারা হয়ে পড়েছে তারা।
বিষয়টি শংকরপুর ইউনিয়নের খাটবাড়ীয়ার ইউপি সদস্য আলাউদ্দীনের কাছে জানতে চাইলে তিনি জানান,আমি ওয়ার্ডের নির্বাচিত মেম্বর হওয়া সত্তেও বিষয়টি আমার জানার বাইরে। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।
এব্যপারে ঝিকরগাছা শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যন আলহাজ্ব নিছার উদ্দীনের কাছে জানতে চাইলে,তিনি বলেন খাল খনন আমার ইউনিয়ন পরিষদের কোন প্রজেক্ট না, কে বা কারা এই খাল খননের নামে দরিদ্র কৃষকদের ফসল নষ্ট করে তাদের মুখের হাসি কেড়ে নিয়েছে তা আমার জানা নেই।