13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জাপানের ইয়োশিনোরি ওহসুমি চিকিৎসায় নোবেল পেলেন

admin
October 3, 2016 6:04 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের নাগরিক ইয়োশিনোরি ওহসুমি এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন। সোমবার সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট তার নাম ঘোষণা করেছে।

প্রাণীকোষ কী করে ভাঙ্গে ও নিজের উপাদানকে পুনঃপ্রক্রিয়াজাত করে, সেই ‘অসাধারণ গবেষণার’ জন্য এ পুরষ্কার পাচ্ছেন ইয়োশিনোরি।

নোবেল কমিটি বিবৃতিতে জানিয়েছে, প্রাণীকোষের ঠিক কোন জটিলতার কারণে ক্যান্সার থেকে শুরু করে পারকিনসনসের মতো জটিল রোগ হয়, তা বুঝতে ইয়োশিনোরি ওশুমির গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ধারণাটি যদিও ৫০ বছরেরও বেশি সময় আগ থেকেই জানা, কিন্তু দেহতত্ব ও চিকিৎসায় এর মৌলিক গুরুত্ব ১৯৯০ সালে ইয়োশিনোরির গবেষণার পরই দৃষ্টান্ত স্থাপন করেছে।

ইয়োশিনোরি ওশুমির জন্ম ১৯৪৫ সালে জাপানের ফুকুওকাতে। তিনি বর্তমানে টোকিও ইনিস্টিটিউট অব টেকনোলজিতে কর্মরত আছেন।

এবার নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার) একাই পাচ্ছেন ইয়োশিনোরি ওশুমি। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

http://www.anandalokfoundation.com/