নিজস্ব সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ গ্রামে মন্দির ও প্রতিমা ভাংচুর করেছে একদল ভূমিদস্যু।
আজ শনিবার সকালের দিকে ভুমিদস্যু শেখ দুলাল,মোস্তফা, মিজা,ইদি, ইসাহাক সহ তাদের একটি সন্ত্রাসী দল পূর্ব পরিকল্পিত ভাবে জমিদখলের উদ্দ্যেশ্যে মন্দির ভাংচুর সহ বাড়িতে হামলা করে, আগুন দেয়। সেই সাথে মন্দিরে ভাংচুর করে মা কালী ও শিবের প্রতিমা ।
ফুলবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে হিন্দু বাড়ীতে হামলা, মন্দিরে অগ্নিসংযোগ, আটক -৬
জানা গেছে, এই ঘটনার প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এসে তদন্ত অফিসারের সাথে কথা বলেছেন। ঘটনা তদন্ত করে মামলা হবে জানা যায়।