ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ২০৪১ সালে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সরকারের প্রধানতম লক্ষ্য। এলক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধিদেরকে এগিয়ে আসতে হবে। জনগণের কল্যাণে সততার সাথে কাজ করতে হবে।
আজ দুপুরে জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, উপজেলা পরিষদ স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর। প্রয়োজনীয়তার নিরিখে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব উপজেলা পরিষদের ওপর ন্যস্ত।টেকসই ও জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণের মাধ্যমেই কেবল দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এক্ষেত্রে মন্ত্রী নবনির্বাচিত উপজেলা পরিষদকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছিলেন বলেই আজ আমরা আর্থসামাজিক উন্নয়নে পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। আমরা নিজদের অর্থায়নে মেগা প্রজেক্ট বাস্তবায়ন করার নজির স্থাপন করেছি। এদেশের উন্নয়নে আমাদের যে সুনির্দিষ্ট ভিশন রয়েছে সেটিও আমরা যথাসময়ে অর্জন করতে হলে আমাদের সকলকে যথাযথ ভূমিকা রাখতে হবে। তিনি দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস ছালাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুল নাসের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ বিএসসি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুজিনা আক্তার চায়না, সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, অফিসার ইনচার্জ সুমন তালুকদার,জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন।