14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে গোখরাসহ ১২টি বিষাক্ত সাপ ধৃত

Rai Kishori
August 31, 2019 8:21 pm
Link Copied!

ছাতক প্রতিনিধিঃ ছাতকে ওঝা ও তান্ত্রীক বুরহান উদ্দিন জালালীর হাতে ধরা পড়েছে গোখরাসহ ১২টি বিষাক্ত সাপ। শনিবার সকালে ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুল সংলগ্ন একটি পতিত বাড়ি থেকে এসব সাপ ধরা হয়।

এসময় উৎসুক জনতা সাপ ধরা দেখতে মৃত আরজ মিয়া চৌধুরীর পতিত এ বাড়িতে এসে ভির জমায়। বিশাল এ বাড়িতে টিন শেডের ঘর তৈরী করে কয়েকজন কেয়ারটেকার বসাবাস করলেও পরিস্কার-পরিচ্ছন্নতার অভাবে বাড়ির চতুর্দিকে প্রচুর ঝুপ-ঝাড় সৃষ্টি হয়। দু’বছর আগেও এ বাড়ি থেকে বেশ কয়েকটি বিষাক্ত সাপ ধরা হয়েছিল।

শনিবার সকালে প্রায় দু’ঘন্টা চেষ্টা করে জালালীর নেতৃত্বে একটি সাপুড়ে দল ৩টি গোখরা, ২টি দুধরাজ, ১টি ভিমরাজ, ২টি আলদ ও ১টি দাড়াইস জাতীয় শাপ ধরে। সাপ ধরার সময় ৩টি আলদ জাতীয় সাপ সাপুড়ের হাতে মারা যায়। সহযোগী হিসেবে সাপুরে সালমান আহমদ, আছকির মিয়া, আকিল আহমদ, বাবলা মিয়া ও জুবায়ের হোসেন জালালাী সাপ ধরায় সহযোগিতা করেন।

http://www.anandalokfoundation.com/