নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, গৌরনদী মডেল থানা, গৌরনদী হাইওয়ে থানা, প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান।
দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চার শতাধিক বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, বীর বিক্রম এমএ হক, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, সমাজসেবা কর্মকর্তা সাধন বল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ ছরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান স্বপন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির প্রমুখ।