13yercelebration
ঢাকা

গৌরনদীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গৌরনদী সেনা ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল হক, মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সরোয়ার আলম বিল্পব, বাংলাদেশ জামাতে ইসলামী উপজেলা শাখার আমীর মো. আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল রায় দুলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ছাত্র সিকদার মীনাজুল ইসলামসহ অন্যান্যরা।

http://www.anandalokfoundation.com/