14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে দেশের কুখ্যাত ডাকাত আব্দুল হক অস্ত্রসহ পুলিশের খাঁচায়

admin
November 29, 2016 8:56 pm
Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহত্তর সিলেটের কুখ্যাত ডাকাত আব্দুল হককে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে। ধৃত ডাকাত আব্দুল হকের বিরুদ্ধে খুন, রাহাজানী, ডাকাতিসহ ডজনখানেক মামলার তথ্য পাওয়া গেছে। বিভিন্ন স্থানে ঘটনা ঘটিয়ে চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলায় অবস্থান করায় এতদিন সে ছিল পুলিশের ধরাছোঁয়ার বাহিরে ছিল। অবশেষে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের খাঁচায় সে আটকা পড়ল।
গোলাপগঞ্জ উপজেলার শেষ প্রান্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা জনপদ শরীফগঞ্জ ইউনিয়নের হাকালুকি পারের বসন্তপুর গ্রামের অধিবাসী মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল হক (৪৫) দেশের অন্যতম কুখ্যাত ডাকাত। গোলাপগঞ্জ তথা সিলেটে যে ক’জন কুখ্যাত ডাকাত রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আব্দুল হক। গোলাপগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে ৮টি ডাকাতি মামলা, ফেঞ্চুগঞ্জে খুনসহ ৩টি ও বালাগঞ্জে ১টি মামলা রয়েছে। চুরি, ডাকাতি, খুন, রাহাজানীসহ অস্ত্র আইনে তার বিরুদ্ধে এতগুলো মামলা থাকলেও সে ঘটনার পর পর অবস্থান বদলানোর কারনে সহজে ধরা পড়েনি। সে জানায়, প্রতিবারই ঘটনার পর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় চলে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। ডাকাতি করার উদ্দেশ্যে সম্প্রতি গোলাপগঞ্জে এসেছে, এমন সংবাদ গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ জানতে পারলে পুরো উপজেলা জুড়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়। বিভিন্ন এলাকায় পুলিশ নিজস্ব সোর্স নিয়োগ করে তাদের হাতে আব্দুল হক ডাকাতের ছবি তুলে দেয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ জানতে পারে আব্দুল হক ডাকাত বৃহস্পতিবার হেতিমগঞ্জের আশপাশ কোথাও আসবে। এ সংবাদের ভিত্তিতে ওসি একেএম ফজলুল হক শিবলী, এসআই খন্দকার আতিক আহমদ, এসআই মঞ্জুরুল ইসলাম, এএসআই সিরাজুল ইসলাম, এএসআই শংকরের নেতৃত্বে পৃথক পৃথক টিম সন্ধ্যা রাতেই হেতিমগঞ্জ বাজারের আশপাশে অবস্থান নেয়। রাত অনুমান সাড়ে ৯টায় ডাকাত আব্দুল হক হেতিমগঞ্জ বাজারের যাত্রী ছাউনির সামনে পৌঁছা মাত্রই পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় তার দেহ তল্লাসী করে একটি দেশীয় রিবলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ৮টি সহ দেশের অন্যান্য এলাকায় একাধিক মামলা রয়েছে।
http://www.anandalokfoundation.com/