মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ(যশোর): পরিবেশ বাঁচাতে গাছ কাটা বন্ধের আহবান নিয়ে চার ভারতীয় বৃক্ষ প্রেমিক বাংলাদেশে এসেছেন।
সোমবার(০৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল চেকপোষ্ট দিয়ে র্যালী বাংলাদেশে প্রবেশ করে।
আগামী ১৭ ফেব্রুয়ারী তারা এপথে ভারত ফিরবেন।
র্যালীতে রয়েছেন, ভারতের ২৪ পরগনা কলকাতার ড্রিম অব সাইকেলিং এর সদস্য তুষার কান্তি,সুব্রত,শুভজিৎ ও প্রসুন বিকাশ।
র্যালীর প্রধান তুষার কান্তি জানান, ভারতের প্রতিবেশি দেশ বাংলাদেশ। এ দুই দেশের মধ্যে যদি কোন দেশে পরিবেশের উপর খারাপ প্রতিক্রিয়া পড়ে তার প্রভাব পড়বে দুই দেশের মানুষের উপর। আজ মানুষ। প্রয়োজন,অপ্রয়োজনে যেভাবে গাছ নিধোন করছে এতে পরিবেশ আজ হুমকির মুখে। এখন থেকে যদি মানুষের মধ্যে সচেতনতাবোধ তৈরী না করা যায় তবে এক সময় মানুষকে চরম ভাবে খেশারত দিতে হবে। মানবিক মুল্যবোধ থেকে তাই তারা নিজ দেশে ও সচেতনতায় প্রচার চালিয়েছেন।
এখন এ প্রচার বাংলাদেশের গ্রাম,গঞ্জ ও শহরে করবেন। এ প্রচার,প্রচারনার মাধ্যমে মানুষ কিছুটা হলেও সচেতন হবে মনে করেন তারা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শ(এসআই) অরুপ বলেন, ভারতীয় র্যালী ইমিগ্রেশনে পৌছালে তারা তাদের সব ধরনের সহযোগীতা করেছেন।