ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। পাইকগাছা পৌরসভার শিববাটি এলাকার জামেয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার বাথরুমে গঁলায় রশি দিয়ে এক ছাত্র আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
মাদ্রাসা সূত্রে জানাগেছে, কাওমি মাদ্রাসা ছাত্র হেফজো বিভাগের ছাত্র ১৫ পারার হাফেজ শাখিল (১৪) বুধবার ফজরের নামাজ পড়তে যাবার পুর্বে বাথরুমে ঢোকে। বের হতে দেরি হওয়ায় অন্য ছাত্ররা ধাক্কা দিলে দরজা না খোলায় উপর দিয়ে ছাত্ররা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ রহস্য খোজার চেষ্টা করছে। সে তালা উপজেলার কানাইদিয়া এলাকার শেখ ওদুদ মিয়ার ছেলে। ওসি এমদাদুল হক শেখ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের পর আসল কারণ জানাযাবে।