যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট টু সরসকাটি সড়কের ভালুকঘর সাহাপাড়ায় চলছে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ। রাস্তার দু’ পাশের জমি থেকে বালু উত্তোলন করায় রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় মেম্বার আজিজুর বিশ্বাস এর নেতৃত্বে বালু উত্তোলন করা হচ্ছে। অথচ এ ব্যাপারে প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই।
সরেজমিনে মঙ্গলকোট টু সরসকাটি সড়কের ভালুকঘর সাহাপাড়ায় গিয়ে দেখা যায় নতুন রাস্তার পাশে গভীর গর্ত করে বালু উত্তোলন করা হচ্ছে। এতে রাস্তাটি ওই গর্তে বিলীন হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। রাস্তার পাশে জমি গর্ত করে মেম্বারের আজিজুর বিশ্বাস এর নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী বালু উত্তোলনকারী সিন্ডিকেট। সিন্ডিকেট এদের শেল্টারে রয়েছে জাকারিয়া বাহীনির প্রধান ফারুক হোসেন জাকারিয়া।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫/২০ ট্রাক ট্রলিতে করে রাস্তার দুই ধারে স্কেভেটর মেশিন দিয়ে মাটি কেটে ইট ভাটায় সবরাহ করা হচ্ছে। মেম্বার আজিজুর রহমানের মালিকানাধীন জমিতে মেশিন দিয়ে বালি উত্তোলন করে গভীর খাদে পরিণত হওয়ার পর ও থেমে নেই বালি উত্তোলন। কিন্তু এই সিন্ডিকেট প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করতে পারে না। রাস্তার পাশে গভীর গর্ত করে বালু উত্তোলন করায় রাস্তাটি ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন সবকিছু দেখেও কোন ব্যবস্থা নিচ্ছে না। ফলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের সু দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।