14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা

admin
November 16, 2016 4:51 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৬ নভেম্বর’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জে কাষ্টভাঙা ইউনিয়নের রামপুর গ্রামে সাজু (৬) নামের  এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ওই গ্রামের আশরাফ হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুর থেকে শিশু সাজু নিখোঁজ ছিল। আজ বুধবার সকালে বাড়ির পাশের একটি বাগান থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।

সাজুর দাদা ফাইজুল  জানান, মঙ্গলবার সকালে শিশু সাজু তার বাবার সাথে বাইরে যাবার জন্য বায়না ধরে। এর পর বাবা কাজে চলে গেলে সাজু নিখোঁজ হয়। সারাদিন মাইকিং করে খোঁজার পরও তাকে খুজে পাওয়া যায়নি।

আজ বুধবার সকালে বাড়ির পাশের বাগানে সাজুর মৃতদেহ পাওয়া যায়। তিনি অভিযোগ করেন কে বা কারা সাজুকে শ্বাসরোধ করে হত্যা করে বাগানে ফেলে রেখে গেছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুমার কু-ু বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে।

http://www.anandalokfoundation.com/