“শিক্ষকের কন্ঠস্বর,শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে কালকিনি উপজেলা প্রশাসন ও কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও উপজেলা অডিটরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
সিডিখান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান মিল্টনের সঞ্চালনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না আক্তার, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন, ক্রোকিরচর মাধ্যামিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেন, কালকিনি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: হাবিবুর রহমান, কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: কুদ্দুস হোসের ও কালকিনি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগমসহ আরও অনেকে।