ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মৎস্য আড়তে চলছে ইলিশ বেচাকেনার ধুম। ছুটির দিনে ইলিশের স্বাদ নিতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছেন আড়তে। পাশাপাশি কামারখালী বাজারে ইলিশ মাছ কেনার ভিড় করছে । যার কারনে ইলিশের দাম বেড়েই চলছে দেখার কেহ নাই । মনে হয় কামারখালী ইলিশ আড়ত ও কামারখালী ইলিশের বাজারে একই অবস্থা বেড়েছে। তাই ক্রেতারা মনে করেন আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের এটি একটি সিন্ডিকেট। তাছাড়া ইলিশের বাজার আড়তদারদের কত কেনা সেটা কেহ বোঝে না বা হিসাব জানে না । তবে কামারখালী হাতে গোনা ৬-৭জন আড়তদার এর কারনে বা তাদের পরামর্শে আড়ত সিন্ডিকেট করা । যার কারনে চড়া দামে বিক্রি ।
আবার চড়া দামে ব্যবসায়ীরা কিনে আবার চড়া দামে ক্রেতাদের নিকট বিক্রি । এতে আড়তদার ও ব্যবসায়ীদের কোন সমস্যা নাই । কারন যাদের কিনে খেতে হবে তাদের সমস্যা । কেননা হার্টের সমস্যার গরীবের একমাত্র ঔষধ হলো ইলিশ মাছ। আবার বাংলাদেশে মনে হয় এই কামারখালী আড়তের মত কোথাও এত পরিমান খাওয়া ইলিশের আমদানী নাই। মনে হয় এই কামারখালী আড়ত খাওয়া মাছের আড়ত সেরা আড়ত নামে পরিচিত। তাই এই বাজারে খাওয়া ইলিশ প্রচুর আমদানী । তাও আবার কেনার চেয়ে ব্যবসায়ীরা ক্রেতার নিকট তিনগুন লাভে বিক্রি করে যাহা কোন মাছে এত পরিমান লাভ নাই । আর ভালো ইলিশ মাছ এত দাম গরীবের কেনাতো বাড়ীর কাছে হাতে ধরার সাধ্য নাই। আবার ব্যবসায়ীরা ক্রেতাদের লোভ দিয়ে বলে এই খাওয়া মাছ মিস্টি বেশী । আরও বলে এটা কাকড়া খাওয়া মাছ। যা মহাজন ব্যতীত কেহ জানে না। তবে এই মাছ বিক্রি আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা দিনে দিনে আংগুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে । তার কারন ইলিশ মাছ আড়তদার ও ব্যবসায়ীদের বিক্রি করে আড়তদারের ও মহাজনের টাকা দিতে হয়।
আর আড়তদাররা মহাজনের কাছ থেকে বাকীতে চড়া দামে কিনে চড়া দামে বিক্রি করে আর কিনে খেতে হয় ক্রেতাদের চক্রহারে দাম দিয়ে। যাহা ভোক্তা অধিকার ও প্রশাসনের বাজার মনিটরিং করা ও খাওয়া মাছ কিসের খাওয়া সেটাও পরীক্ষা করে বাজার জাত করা একান্ত প্রয়োজন বলে ভুক্তভোগী ক্রেতারা মনে করেন। কারন সবাই এই দুনিয়াই বেশী দিন বাচঁতে চাই সহজেই কেহ মরতে চাই না । এই সংবাদ শুনে সরজমিনে কামারখালী আড়ত ও বাজার ঘুরে দেখা যায়, কামারখালী আড়ত ও বাজারে অন্যান্য আড়তের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। যাহা প্রশাসনের বাজার মনিটরিং অতি জরুরী বলে গরীব অসহায় মানুষেরা মনে করেন। যাতে তাদের সাধ্যের মধ্যে এসে হার্টের রোগের ইলিশ মাছ কিনে খেতে পারেন। তাছাড়া এই সুযোগে অন্যান্য মাছের আড়তদার ও ব্যবসায়ীরা ফায়দা লুটছে যাহা বাজার মনিটরিং অতি জরুরী। কারন সরে জমিন পোনামাছের আড়তে যেয়ে দেখা যায় আড়তদাররা স্বাভাবিক দামে ব্যবসায়ীদের নিকট বিক্রি করে ।
আর ব্যবসায়ীরা বাজারে এনে ক্রেতাদের নিকট চড়া দামে বিক্রি করে। কারন মানুষের প্রয়োজন তাই বাধ্য হয়ে কিনতে হয় । তাই বাজার মনিটরিং করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান দেশের গরীব ক্রেতারা। ক্রেতারা বলছেন, বাজারে ইলিশের দাম অত্যাধিক বেশি। মূলত সিন্ডিকেটের কারণেই বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। এভাবে চলতে থাকলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে ইলিশ মাছের দাম। এমনকি আস্তে আস্তে সব মাছ ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে নি¤œবিত্ত আয়ের মানুষের। তাই কামারখালী বাজারের একজন আড়তদারের সাথে ফোনে কথা বললে তিনি কামারখালী পাইকারি আড়তে ছোটবড় ৭টি মৎস্য আড়ত রয়েছে। প্রতিদিন এ আড়তে ২ থেকে ৩ ঘণ্টায় বিক্রি হয় প্রায় ২০(বিশ) লক্ষ টাকার মাছ।