মধুখালী প্রতিনিধিঃ “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় খাদ্য অধিদপ্তরের মাধ্যমে মঙ্গলবার (১২-১০-২০২১) ইং সকালে কামারখালী ইউনিয়নে গরীর ও অসহায় মানুষের জন্য প্রতি কেজি ১০ টাকা দরে ৩০ কেজি চাউল ৩০০ টাকায় জনপ্রতি কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ^াস (বাবু) এর সভাপতিত্বে ৪৬০ জনের বিতরন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন-কামারখালী ইউনিয়নের ট্যাক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজিজুল হক এবং ডিলার মোঃ জুলফিকার আলী মিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। জানা যায় কামারখালী ইউনিয়নে ৯২২ জন দুইজন ডিলারের নিকট এই আওতায় আছে। এই চাউল প্রতিমাসের সপ্তাহে সোম, মঙ্গল, বুধবার এই তিনদিন বিতরন করা হয়।