14rh-year-thenewse
ঢাকা আজ মঙ্গলবার জুলাই 29, 2025
শিরোনাম

৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫-এর দুটি প্রতিযোগিতা সমাপ্ত

আইমার্ট ও কম্পিউটার মার্ট বন্ধে অনিয়মের অভিযোগ প্রবাসী ব্যবসায়ী আখতারুজ্জামানের

২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি

গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ -তথ্য সচিব

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন সেবা সংস্থাগুলোর সমন্বয়: ডা. শাহাদাত

জনদুর্ভোগ সৃষ্টি না করে ন্যায্য ও ন্যায়সংগত দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করার আহ্বান শিক্ষা উপদেষ্টার

মাইলস্টোন ক্ষতিগ্রস্তদের সেবা প্রদানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উদ্যোগ

আজকের সর্বশেষ সবখবর

কানাডার বিখ্যাত সেকেন্ড কাপ কফি এখন ঢাকায়

admin
January 25, 2016 8:22 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ কানাডার জনপ্রিয় কফি ব্র্যান্ড সেকেন্ড কাপ কফি এখন বাংলাদেশে। ইতোমধ্যে এই কফি চেইনশপটি রাজধানীর বনানীতে একটি আউটলেট খুলেছে।

আজ ২৫ জানুয়ারি, ২০১৬ইং সোমবার সেকেন্ড কাপ কফির আনুষ্ঠানিক যাত্রা কানাডার হাইকমিশনার জনাব বেনিয়ট পেরিম লারামি এই আউটলেটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

বনানীর ২৮-৩০নং কামাল আতাতুর্ক এভিনিউ, আহমেদ টাওয়ার এর নিচ তলায় এই আউটলেটটি অবস্থিত। সেকেন্ড কাপ কফি কানাডার সবচেয়ে জনপ্রিয় ও বড় কফি চেইন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আবুধাবি, কাতার, কুয়েত, তুরষ্ক, ওমান, জর্ডান, সৌদি আরব, আজারবাইজান, তাইওয়ান, পাকিস্তান, রোমানিয়া, সাইপ্রাস, অ্যাঙ্গোলা, মরক্কোসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকার ৩০টির ও বেশি দেশে এই কফি কোম্পানির আউটলেট রয়েছে।

বিশ্বের বড় শহরগুলোর মধ্যে রয়েছে দুবাই, শারজাহ, রাস আল খাইমাহ, কুয়েত সিটি। আর সংশ্লিষ্ট দেশগুলোর রাজধানী শহর তো রয়েছেই। এছাড়াও খুব শিঘ্রই সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ইন্ডিয়া, মালয়শিয়া, শ্রিলংকা এবং নেপালে এই কফি কোম্পানির আউটলেট চালু হবে।

গত বছরের নভেম্বরে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশে সেকেন্ড কাপ কফির যাত্রা শুরু হয়। প্রথম আউটলেটটি চালু করা হয় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে। পরবর্তী আউটলেট গুলো ধানমন্ডি, উত্তরা ও গুলশানে খুব শিঘ্রই চালু হবে।
সেকেন্ড কাপ কফির আউটলেটে আছে ফ্রি ওয়াইফাই সুবিধা। বই প্রেমিদের জন্য আছে রিডিং কর্নার। যারা একটু খোলামেলা জায়গা পছন্দ করেন তাদের জন্য আছে ওপেন স্পেস।

আমাদের সিগনেচার কফির পাশাপাশি আরোও রয়েছে কোল্ড কফি, স্মুদিজ, সিগনেচার শেক্স, ফ্রোজেন ইউগার্টস, প্রিমিয়াম টি, স্যান্ডউইচ, অন্যান্য স্যাভরী ও পেষ্ট্রি আইটেম সহ বিভিন্ন খাবার যা দেবে পরম তৃপ্তি।

এ বিষয়ে সেকেন্ড কাপ কফি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফ্রেড জুসটেন বলেন, কফিপ্রেমীদের বিশ্বমানের কফির স্বাদ দিতেই সেকেন্ড কাপ কফির যাত্রা। শুভ উদ্ধোধন উপলক্ষ্যে আজ থেকে চালু হচ্ছে আমাদের ”সুপার সেভার মিড-ডে ডিল” ও ”স্টুডেন্ট ডিল” নামে দুটি প্রমোশনাল অফার।

http://www.anandalokfoundation.com/