14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাশিফল দেখে সুন্দরভাবে কাটতে পারে আপনার দিন

নিউজ ডেস্ক
November 29, 2021 7:10 am
Link Copied!

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে রাশিফল এমন একটি ধরণ,যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। প্রতিদিন সকালে উঠে নিজের আজকের রাশিফল দেখে নিলে, কোন বাধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন। সুন্দরভাবে কাটতে পারে আপনার দিন।

মেষঃ বয়স্ক ব্যক্তিদের থেকে জীবনের পথ দেখে নিন। সামাজিক অনুষ্ঠানে আপনি কেন্দ্রবিন্দু হবেন। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক সমস্যার মধ্যে সঞ্চয়ের প্রয়োজনীয়তা অনুভব করবেন।

বৃষভঃ অর্থ বিনিয়োগের পূর্বে বুঝে শুনে বিনিয়োগ করুন। মানসিক শান্তি পেতে উত্তেজনার সমাধান করুন। পুরনো জিনিস খুঁজে পেয়ে, সেটার পেছনেই সারাটা দিন কেটে যাবে। খারাপ সময়ে অর্থ আপনাকে এগিয়ে নিয়ে যাবে।

মিথুনঃ পরিবারের সঙ্গে শপিং-এ যেতে পারবেন। কোন একজনের শরীর খারাপের কারণে, ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাবে। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিন। অন্যদের নজর আকর্ষণ করতে পারবেন আজকে।

কর্কটঃ যাকে বিশ্বাস করবেন, সেই আপনাকে ছোট করতে পারে। সাধুর কাছ থেকে স্বর্গীয় জ্ঞান পাবেন। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন। কিছুটা আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

সিংহঃ বন্ধুদের সঙ্গে বাইরে যেতে পারেন। আজকের দিনে আরাম করতে পারবেন। ঘরের সমস্যা নিজেদের মধ্যে জিইয়ে রাখা ঠিক নয়। অপ্রত্যাশিত উৎস থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবেন।

কন্যাঃ কাছের মানুষদের সঙ্গে দেখা করুন আজকের দিনে। জটিলা সরিয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারে যেতে পারেন। পার্টিতে গিয়ে মাথা গরম করবেন না। কিছুটা আর্থিক সমস্যা হতে পারে। ঘরে সমস্যার পরিবেশ তৈরি হলে, তা শান্ত করার চেষ্টা করুন।

তুলাঃ আকর্ষণীয় ম্যাগাজিন পড়ে সময় কাটাতে পারেন। আজকের দিন মজা এবং আনন্দের। দিন শেষ হওয়ার আগে বিশেষ কিছু করার পরিকল্পনা করুন। কর্মস্থানে বেশি সময় দেওয়ার কারণে পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা সমস্যা হতে পারে।

বৃশ্চিকঃ পরিবারের সদস্যদের থেকে অনেকখানি যত্ন পাবেন আজকে। আপনার মিষ্টি স্বভাব চারপাশের মানুষকে অনেক আনন্দ দেবে। অবসর সময়ে সিনেমা দেখলে, সময় নষ্ট হবে শুধু। সামাজিক অনুষ্ঠানে অংশ নিলে মন ভালো থাকবে।

ধনুঃ অপ্রয়োজনীয় পদক্ষেপ দিন খারাপ করতে পারে। আকাশ কুসুম ভেবে সময় নষ্ট করবেন না। বেশি কাজ করার জন্য বেশি শক্তি সঞ্চয় করুন। দ্রুত অর্থ উপার্জনের পরিকল্প করুন।

মকরঃ আজকের দিনে আপনি আনন্দের কেন্দ্রবিন্দু হবেন। আজকের দিনে বিনিয়োগ না করাই মঙ্গলের। পরিবারের সঙ্গে সুন্দর একটি সময় কাটান। কঠোর পরিশ্রমের ফলে আপনি অনেক সাফল্য পাবেন।

কুম্ভঃ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় গাড়ি চালানোর দিকে খেয়াল রাখুন। ভালো জিনিসের দিকে মন টানবে। খোলা আকাশে কিছুটা সময় কাটাতে মন চাইবে। আর্থিক সমস্যার সমাধান হয়ে অনেক অর্থের মালিক হবেন।

মীনঃ বিবাহিত ব্যক্তিরা তাঁদের বাচ্চাদের দিকে বিশেষ নজর দিন। শরীরকে সুস্থ রাখতে খেলাধূলা করা প্রয়োজন। জটিল পরিস্থিতি দেখে চট করে ঘাবড়ে যাবেন না। কোন বড় সমস্যায় পড়তে পারেন, মাথা ঠান্ডা রাখুন।

http://www.anandalokfoundation.com/