14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলী নির্বাচনে সৈয়দ জামাল র‌্যাব’র হাতে ২ ঘন্টা অবরুদ্ধ

admin
September 25, 2017 2:10 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং চট্টগ্রাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহাম্মদকে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে র‌্যাব। নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ এনে র‌্যাব এই প্রবীণ আওয়ামীলীগ নেতাকে স্থানীয় দৌলতপুর কেন্দ্রে আটক ও অবরুদ্ধ করার খবর পেয়ে কর্ণফুলী উপজেলার ৫টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী কর্ণফুলী দৌলতপুর এলাকায় সমবেত হয়ে প্রতিবাদ বিক্ষোভ জানাতে থাকলে র‌্যাব ২ ঘন্টা পর দুপুর ১২টার দিকে সৈয়দ জামাল আহাম্মদকে মুক্ত করে।

সৈয়দ জামাল আহাম্মদের পুত্র সৈয়দ রুম্মান আহাম্মদ তার পিতাকে দুই ঘন্টা ধরে র‌্যাব অবরুদ্ধ করে রাখার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ এনে উপজেলার দৌলতপুর স্কুল কেন্দ্রে আমার পিতাকে আটক করে অবরুদ্ধ করে রাখে। এই র‌্যাব সদস্যরা আমাদের গ্রামের বাড়িও ঘেরাও করে রাখে। এই ঘটনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে পড়ে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে প্রায় ১০ হাজারেরও বেশি আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মী দৌলতুপর এলাকায় সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন। হাজার হাজার নেতাকর্মীর বিক্ষোভে মুখে র‌্যাব দুপুর ১২টার দিকে সৈয়দ জামাল আহাম্মদকে মুক্ত করে দেয়।

স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান জানান, কর্ণফুলী উপজেলার সর্বত্র শান্তিপূর্ণ এবং সুষ্ট পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রবীন আওয়ামীলীগ নেতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ জামাল আহাম্মদকে র‌্যাব সদস্যরা হঠাত করে অবরুদ্ধ করে রাখলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই অবস্থায় বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও অংগসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ বিক্ষোভ জানালে র‌্যাব থাকে মুক্ত করে দেয়।

এদিকে র‌্যাব’র হাতে দুই ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্তি পেয়ে অসুস্থ হয়ে পড়েন সৈয়দ জামাল আহাম্মেদ। তাৎক্ষনিকভাবে তাকে দেখতে দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক মফিজুল হক, বড়উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম। এ ছাড়া আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মী সৈয়দ জামাল আহাম্মেদের বাড়িতে ভিড়।

http://www.anandalokfoundation.com/