13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনার দৈনিক ৫ হাজারের বেশি মৃত্যু হতে পারে ভারতে: মার্কিন গবেষণা

Brinda Chowdhury
April 24, 2021 12:18 pm
Link Copied!

ভারতে করোনার (কোভিড-১৯) সংক্রমণ আরও ভয়াবহ হতে পারে। দেশটিতে আগামী মে মাসে দৈনিক ৫ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে মারা যেতে পারে। মার্কিন এক গবেষণা এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মে মাসের মাঝামাঝি সময়ে ভারতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবেন প্রায় পাঁচ হাজার মানুষ। মে থেকে আগস্ট মাস অর্থাৎ ৪ মাস সময়ের মধ্যে ভারতে তিন লক্ষ মানুষের মৃত্যু ঘটবে।

এই প্রতিবেদনের সঙ্গে অনেকটাই একমত ভারতের গবেষকরা। দেশটির কানপুরের আইআইটির গবেষকদের মতে, মে মাসের মাঝামাঝি ভারতে ভাইরাসটির সংক্রমণ তুঙ্গে পৌঁছাবে। কিন্তু দ্রুতগতিতে উঠে মে মাসের শেষের দিকে ঝপ করে নেমে যাবে সেই সংক্রমণের হার।

বিশিষ্ট চিকিৎসকরা ভাইরাসের এই ছড়িয়ে পড়া থামাতে অন্তত ১০ দিন কঠোর লকডাউনের পরামর্শ দিয়েছেন। বিশ্ববিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেট অবশ্য লকডাউনের বিপক্ষে। তারা জানাচ্ছে, মানুষ যত খোলা জায়গায়, বদ্ধ ঘরের বাইরে থাকবে ততো সংক্রমণ ছড়ানোর আশংকা কমবে।

http://www.anandalokfoundation.com/