দেশে গত ২৪ ঘণ্টায় ৫০ টি ল্যাবে ১২৪৮৬ টি নমুনা পরীক্ষা করে আরও করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৩৫ জনের এবং এ পর্যন্ত মোট শনাক্ত ৬৩ হাজার ২৬ জন। গত একদিনে আরও মৃত্যু ৩৫ নিয়ে এই পর্যন্ত মোট মৃত্যু ৮৪৬ জন। সুস্থ হয়েছে ৫২১ জন আর এই পর্যন্ত ১৩ হাজার ৩২৫ জন।
আজ শনিবার (৬ জুন) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত শনাক্তকৃতদের মধ্যে ৭১ শতাংশ পুরুষ এবং বাকী ২৯ শতাংশ নারী। ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ৩৫ জনের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৭ জন নারী।
সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ৫২ হাজার ৮৩৮ জন। মৃতের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ২৮৬ জন। সুস্থ্য হয়েছে ৩৩ লাখ ৫২ হাজার ৩৩১ জন। সারাবিশ্বে মৃত্যুর ১১ এবং সুস্থ্যতার হার ৮৯ শতাংশ।