ভারতের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্তের লভ্যাংশ ব্যবহার করে দক্ষিণ এশিয়ার ছোট ছোট দেশগুলোকে হাত করে ফেলেছে চীন। এই দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে কার্যত ভারতকে ঘিরে ফেলেছে চীন।
ওদিকে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের অভিঘাতে পূর্ব এশিয়ার প্রধান দুই প্রযুক্তি-পরাশক্তি জাপান ও দক্ষিণ কোরিয়া ঘনিষ্ঠতা বাড়াচ্ছে চীনের সঙ্গে। ইতোমধ্যেই ত্রিদেশীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চীন সফর চূড়ান্ত করার অনেক আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতে যেতে চেয়েছিলেন। এই ইচ্ছা প্রকাশ করে অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরেই ভারতকে বার্তা পাঠিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ভারত থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। বাংলাদেশ ওই আগ্রহ প্রকাশ করেছিল চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে।’
সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সর্বভারতীয় ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’-কে এ কথা জানিয়েছেন।
পাকিস্তান বাদে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক ছিল। কিন্তু ২০১৫ সালে ভারত সর্বপ্রথম নেপাল সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়েছে। নেপাল তখন চীনের সমর্থন পায়; এখন সেটা বহু দূর এগিয়েছে। শ্রীলঙ্কা মুখে নিরপেক্ষতার কথা বললেও, সম্প্রতি তারা চীনের সঙ্গে বিশাল অংকের বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি করেছে।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ, প্রত্যক্ষ সামরিক চুক্তি করেছে চীনের সাথে এবং ভারতীয় সৈন্যদের বের করে দিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটিয়েছে ভারত। পক্ষান্তরে পাকিস্তান ঘনিষ্ঠতা বাড়িয়েছে বাংলাদেশের সঙ্গে। এমত অবস্থায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
ভারতীয় উপমহাদেশের উপর চীনের প্রভাব দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এই অঞ্চলের সর্ববৃহৎ রাষ্ট্র ভারতের কাছে বিদায়ী অর্থবছরে চীন রপ্তানি করেছে ১২০ বিলিয়ন ডলার। বিনিময়ে চীনের কাছে ভারত রপ্তানি করেছে মাত্র ১৮ বিলিয়ন ডলারের পণ্য। ভারতের সাথে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১০২ বিলিয়ন ডলার। যেখানে ভারতের প্রতিরক্ষা বাজেট ৭৮ বিলিয়ন ডলার। যার সিংহভাগই ব্যয় করা হয় সৈন্যদের বেতন, পেনশন ও পুরানো অস্ত্রশস্ত্র সংরক্ষণের কাজে।