স্টাফ রিপোর্টার: এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ রাজধানীর খিলগাঁওয়ে। মৃত ব্যাক্তির নাম রাসেল মাহামুদ (৪৫)।
শনিবার দিনগত রাতে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বলেন, নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাসেল মানসিক রোগী ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছে। পাগলের মতো বিভিন্ন মাজারে ঘোরাফেরা করতেন।
তবে এ ঘটনায় কেউ কোনো মামলা দায়ের করেনি বলে জানান তিনি।
হাসপাতাল মর্গ সূত্র জানায়, তার মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের বাসা খিলগাঁওয়ের গোড়ান এলাকায়।