কুড়িগ্রাম প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার(২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ সরকার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সৈফুর রহমান মিয়া,ফিউচার ডেভলপমেন্ট বহুমুখী সমবায় সমিতির সভাপতি রুপেন্দ্র মুখার্জি প্রমুখ।জাতীয় সমবায় দিবসের র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যগণসহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।