13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইসলাম আমার ধর্ম নয়, মনুষ্যত্বই আমার ধর্ম -মীর

Brinda Chowdhury
January 8, 2020 7:42 pm
Link Copied!

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ায় মীর বরাবরই খোলামেলা কথা বলার জন্য নজর কাড়েন। একাধিকবার মৌলবাদীদের রোষের মুখেও পড়েছেন তিনি। ফের ধর্মীয় মৌলবাদীদের সপাটে জবাব দিলেন মির আফসর আলি। যুবকের প্রশ্নের উত্তরে তিনি সোজা সাপটা বলে দিলেন ইসলাম আমার ধর্ম নয়, মনুষ্যত্বই আমার ধর্ম

গতকাল  কিংবদন্তি সুরকার এ আর রহমানের সঙ্গে একটি ছবি ফেসবুক পেজে পোস্ট করেন মীর। ক্যাপশনে তিনি লেখেন, ‘‌যেদিন ঈশ্বরের পাশে বসেছিলাম.‌.‌.‌’‌। এতেই ‘‌ক্ষুণ্ন’‌ হন, তাঁর এক ভক্ত রাজীব খান ।

রাজীব লেখেন, ‘‌দুনিয়ার কোনও মানুষ ঈশ্বর এর পাশে বসতে পারেন না। মানুষকে কোনও সময় ঈশ্বরের সঙ্গে তুলনা করা উচিত নয়।’‌ সঙ্গে সঙ্গে সপাটে জবাব দেন মীর। লেখেন, ‘‌তুমি কোন হরিদাস পাল হে?‌ আমি আমার ওয়ালে কী লিখব, সেটা তোমার কাছ থেকে শিখতে হবে?’‌ সঙ্গে আরও লেখেন, ‘‌মনুষ্যত্বটাই যে পরম ধর্ম এবং সেটা যে বাকি সব কিছুর ঊর্ধ্বে, সেটা বুঝতে তোমার আরও কয়েক জন্ম লাগবে বাবু। অবশ্য পরের বার তুমি যদি আদৌ ফেরত আসো, মানুষ হিসেবেই যে ফিরবে তার কিন্তু কোনও নিশ্চয়তা নেই! কারণ এই জন্মে তুমি খুব একটা নম্বর তুলতে পারোনি এখনও পর্যন্ত!’‌ এখানেই অবশ্য এই বিতর্ক শেষ হয়নি।

ওই যুবক ফের আক্রমণ করেন মীরকে। লেখেন, ‘‌মীরভাই, যতটুকু জানি আপনার ধর্ম ইসলাম। এই জন্মে আপনিও ইসলাম শিক্ষা পরীক্ষায় ভাল নম্বর তুলতে পারেননি।’‌ জবাবে মির লেখেন, ‘‌আবার ভুল করছো। ইসলাম আমার ধর্ম নয়। ওটা মনুষ্যত্ব। কিন্তু তুমি সেটা বোঝার মতো পরিস্থিতিতে নেই। আমার সন্দেহ কোনও দিন থাকবেও না। আর মৃত্যু আমাদের সকলেরই একদিন হবে।’‌

একবার নিজের বাবাকে নিজের ঈশ্বরের সঙ্গে তুলনা করেও কটূক্তি শুনতে হয়েছিল তাঁকে। তাতে যে অবশ্য তিনি বিশেষ বিচলিত নন, সেটাও বারবার জানিয়েছেন রেডিও মিরচির এই জনপ্রিয় জকি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন মীরকে প্রশ্ন করেছিলেন, মীর নমাজ পড়েন কি না?‌ তারকার সাফ জবাব ছিল, ‘আমি রেডিও করি। আমার মসজিদের নাম মিরচি।’‌

http://www.anandalokfoundation.com/