14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর নয়াপল্টনে ‘ইভিএম পুড়িয়ে’ বিএনপির বিক্ষোভ

Brinda Chowdhury
February 2, 2020 11:21 am
Link Copied!

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় প্রতীকী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পোড়ানো হয়।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির কয়েকজন নেতাকর্মী।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ দাবি করেন, রাজধানীতে স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে হরতাল। সরকার বিএনপির হরতালকে বিতর্কিত করার চেষ্টা করেছে। জনগণ বিএনপির দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে। ইভিএম পুড়িয়ে বিক্ষোভ

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে মাঠে রয়েছে বিজিবিও। এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে ঢাকার দুই সিটি নির্বাচনের ফল বর্জন করে হরতালের ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে রোববার সারাদিন ঢাকায় হরতাল কর্মসূচি পালন করা হবে। আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।

জনগণের প্রতি হরতাল পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা আশা করবো ঢাকাবাসী তাদের অধিকার রক্ষা করার জন্য শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করবেন। আমাদের এই হরতালের আওতায় অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাবারের দোকান থাকবে না। বিএনপির ডাকা হরতালকে সমর্থন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারাও।

http://www.anandalokfoundation.com/