বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ।
আজ এক শোকবার্তায় হাসানাত আবদুল্লাহ বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ এক উজ্জ¦ল নক্ষত্র হারালো। দেশের প্রতি তাঁর ভালবাসা ও সঙ্গীতাঙ্গনে অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।