13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আসামে ১৯ লাখ অনুপ্রবেশকারীর মধ্যে ১৫ লাখ হিন্দু

Link Copied!

আসামের গোয়ালপাড়া জেলায় ভারতের প্রথম ‘ডিটেনশন ক্যাম্প’ বা বন্দিশিবির চালু হয়েছে। ২০ বিঘা জমির উপর ৪৬ কোটি ভারতীয় রুপি ব্যয়ে, এই বন্দিশিবির বানানো হয়েছে। এই বন্দিশিবিরটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগে যেসব শিশু, নারী ও পুরুষকে আটক করা হয়েছে, তাদের রাখার জন্যই এই বন্দিশিবির স্থাপন করা হয়েছে।

আসাম পুলিশের ইন্সপেক্টর জেনারেল বর্ণালি শর্মা গণমাধ্যমকে জানিয়েছেন, গত শুক্রবার ডিটেনশন ক্যাম্পটি উদ্বোধনের দিন নতুন করে আরও ৬৮ জন বাংলাদেশী উদ্বাস্তুকে গ্রেফতার করে – এই বন্দিশিবিরে পাঠানো হয়েছে। এই ৬৮ জনের মধ্যে ২১ জন নারী এবং ২টি শিশু রয়েছে।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে ১৯৫১ সালের নাগরিকপঞ্জি চূড়ান্ত করার কাজে হাত দিয়েছিল আসামের বিজেপি সরকার। এর লক্ষ্য ছিল সেই সব বেআইনি নাগরিকদের চিহ্নিতকরণ – যারা ১৯৭১ সালের ২৫ মার্চের পরে রাজ্যে প্রবেশ করেছেন। ভারতের বিদেশি শনাক্ত করতে যে নাগরিকপঞ্জি (ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনস বা এনআরসি) তৈরি করার কাজ ২০১৩ সালে শুরু হয়, সেখানে ১৯ লাখ মানুষের নাম বাদ যায়। তাদের মধ্যে ১৫ লাখ হিন্দু।

http://www.anandalokfoundation.com/